পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ করছেন কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে এই কর্মসূচিতে অংশ নিয়ে কয়েক হাজার শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। নগরীর চাষাড়া শহীদ মিনারে জড়ো হয়ে পরে কর্মসূচি পালনে সড়কে নামেন আন্দোলনকারীরা।
পরে সেখান থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে আবার চাষাড়া মোড় এলাকা এসে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা এ সময় তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হন। আজ ওই এলাকা বিজিবির উপস্থিতি থাকলেও তাদের কোনো ধরনের বাধা দিতে দেখা যায়নি।