ষ্টাফ রিপোর্টার:
শেখ হাসিনার সরকার এই মুহূর্ত বাংলা ছাড়, ছিঃছিঃ হাসিনা লজ্জায় বাঁচিনা,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো, এক দফা এক দাবী খুনি হাসিনার পদত্যাগ ” এভাবেই সকাল থেকে বিভিন্ন স্লোগানের ধ্বনিতে প্রকম্পিত হতে থাকে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনার। শিক্ষার্থীর আন্দোলনকে একতা প্রকাশ করে জড়ো হোন অভিভাবক, চিকিৎসক সহ সাধারণ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
৩ রা আগষ্ট শনিবার সকাল থেকে ছোট ছোট ঝটিকা মিছিল নিয়ে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনারে জড়ো হতে থাকে।
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা,মামলা,খুন, গুম ও গনগ্রেফতার বন্ধ করে হত্যাকারীদের আইনের আওয়ায় এনে শাস্তির দাবী সহ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়া সহ ৯ দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর ডাকে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে উপস্থিত হোন অভিভাবক, চিকিৎসক,শিক্ষক সহ সাধারণ শ্রেনী পেশার মানুষ।
সকাল থেকেই নারায়ণগঞ্জে বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভে অংশ নিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ছুটে আসতে থাকে।চ াষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে। এসময় কয়েক হাজার শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেত উপস্থিতি হলে একটি মিছিল বের হয়। মিছিলটি চাষাড়া থেকে কয়েক দফায় শহরের প্রধান সড়ক দুই নাম্বার গেইট, ডিআইটি, মন্ডলপাড়া ঘুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব হয়ে চাষাড়ায় এসে সমাপ্তি করে।
পরে মিছিলটি চাষাড়া মোড়ে অবস্থান করে সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় বৃষ্টিতে ভেঁজেই বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় কয়েকবার বিজিবির গাড়ী আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বারবার ফিরে যান।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। বিকেল পাঁচটা পর্যন্ত নারায়ণগঞ্জে কোন বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল চালিয়ে নেন শিক্ষার্থীরা।