ষ্টাফ রিপোর্টার:
গনহত্যার বিচার,আটক শিক্ষার্থী -জনতার মুক্তি, গণগ্রেফতার বন্ধ,কারফিউ প্রত্যাহার ও গণহত্যার দায় শিকার করে শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়ার দাবীতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে দ্রোহের গান ও কবিতা অনুষ্ঠিত হয়।
৩ রা আগষ্ট বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক জোট।
সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ধীমান সাহা জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি সহ সাংস্কৃতিক জোটের সদস্যবৃন্দ এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা।
এসময় অনুষ্ঠানে রফিউর রাব্বি বলেন,নিরহ ছাত্রদের আন্দোলনে যারা নির্মমভাবে হামলা চালিয়ে খুন করেছে তাদের সকলকে আইনের কাঠগড়ায় এনে মৃত্যুদন্ড দিতে হবে। আমরা জানি স্বজনের হারানোর শোক। জানি স্বজন হারানোর বেদনা। এ শোক ভুলার না। এই অত্যাচারী সরকার একের পর নৃশংসভাবে শিক্ষার্থী,সাধারণ জনগনকে হত্যা করছে। আওয়াজ তুললেই টুটি টেনে ধরছে।
তিনি আরো বলেন,আমরা দাবী করি এসমস্ত মামলা প্রত্যাহার করে পদত্যাগ করুন। আমরা চাচ্ছি আপনেরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন নাকি আমরা গলা ধাক্কা দিয়ে আপনাদের নামিয়ে দিবো। এ আন্দোলন শুধু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয় এখন। এ আন্দোলন এখন সমগ্র বাংলাদেশীদের আন্দোলন। তাই সময় থাকতেই আপনেরা গদি ছেড়ে নামুন।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে সাংস্কৃতিক জোট ও সাংস্কৃতিকমনাদের উদ্যোগে বিদ্রোহের গান ও কবিতা আবৃত্তি করা হয়।