নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাব ও ফতুল্লা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড তল্লা আওয়ামী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটেছে। একই সময়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদে ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া ফতুল্লায় পঞবটি পুলিশবক্স ভাংচুরের খবর পাওয়া গেছে।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একদফা দাবিতে আন্দোলনকারী ছাত্র-জনতা সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেয়। বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যায় জনতার বিশাল বহর। এ সময় লিংক রোডের পাশে তল্লা আজমেরীবাগ ওয়ার্ড আওয়ামী কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটে। এ কার্যালয়টি যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
একই সময়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ভাংচুর ও আগুন দেয়া হয়। রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের অঘোষিত কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এদিকে বেলা ১টার দিকে ফতুল্লা পঞ্চবটী পুলিশ বক্সে হামলা ও ভাংচুর করে। একই সময়ে ফতুল্লা থানায় ইট-পাটকেল নিক্ষেপে এক পুলিশ কনস্টেবল আহত হওয়ার খবর পাওয়া গেছে।