রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে ৪ আগস্ট সরকার পতনের এক দফা আদায়ের লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ধ্বংসযজ্ঞ করায় সেসব বর্জ্য অপসারণ করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বুধবার (৭ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর, বকশীগঞ্জ হাইওয়ে থানা, মালিবাগ মোড়, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ, বাস স্যান্ড এলাকা সহ পৌর শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ধ্বংসাত্মক বর্জ্য গুলো অপসারণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।