ষ্টাফ রিপোর্টার:
রোদ-বৃষ্টি উপেক্ষা করে যানজট নিয়ন্ত্রণ কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের এই কার্যক্রম পুরো নগরবাসীর মন জয় করে নেয়। আগে নগরীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট ছিল। সেই যানজট এখন আর নেই।
৮ই আগষ্ট বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে দেখা যায় এ চিত্র।
নারায়ণগঞ্জ চাষাড়া মোড় থেকে শুরু করে,কালিবাজার, ২নং গেইট, নিতাইগঞ্জ, ডনচেম্বার, খানপুর, শিবু মার্কেট, সিদ্বিরগঞ্জ, জালকুড়ি,ভূইঘর, সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক, চিটাগাংরোড সহ বিভিন্ন সড়কগুলোতে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে দেখা যায়।তাদের এই কাজে সহযোগিতা করছেন নগরবাসী।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, বিএনসিসি, গার্ল গাইড, আনসার, ফায়ার সার্ভিস, ইসলামি আন্দোলন সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে।