রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে আইন-শৃংখলার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৯ আগষ্ঠ) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সারওয়ার মোর্শেদ।
তিনি সবাইকে শান্ত ও ধৈর্য ধরার পরামর্শ দেন। একই সাথে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সে জন্য সবার সহযোগীতা কামনা করেন। বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন, সকল শ্রেণী পেশার লোকজন নিয়ে প্রতিরোধে এগিয়ে আসবেন বলে তিনি জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ সহকারী কমিশনার( ভূমি) আসমা-উল- হুসনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল,উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম,উপজেলা আনসার( ভিডিপির) কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আদেল ইবনে আওয়াল, স্কাউটের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজান তালুকদার, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডা.সিদ্ধেশ্বর সাহা,উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক শাকিল তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামিম,বকশীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার সুমন সহ অনেকে, মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাংবাদিক সহ অনেকে।