ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে মূর্তিমান আতংক যুবরাজ বলে খ্যাত আজমেরী ওসমানের দীর্ঘদিনের সহযোগী সন্ত্রাসী আমিরের নানান অপকর্মের হোতা মোঃ শরীফ ভান্ডারী ও মামুন ভোল পাল্টে এখন বিএনপির পদতলে আশ্রয় নিয়েছে।
জানা যায়,গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র – জনতার আন্দোলনে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। তার সাথে সাথে স্থানীয় নেতাকর্মীরা পালিয়ে গেলেও সুচতুর মোঃ শরীফ ভান্ডারী ও মামুন ভোল পাল্টে একজন যুবদল নেতার মাধ্যমে বিএনপিতে আশ্রয় নিয়ে এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
গত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা কর্মীরা ও এলাকাবাসী জানান, শরিফ ভান্ডারী ও মামুনের নেতৃত্বে লামাপাড়া -নয়ামাটি এলাকায় ভূমিদস্যুতা, চাঁদাবাজি সহ নানান ধরনের অপকর্ম করে বেড়াতো। শরিফ ভান্ডারী ও মামুনের নেতৃত্বে এসব অপকর্ম চললেও রফেদ আলী, মামুন বাদশা, সবুজ সহ আরো ২০-২৫ জন সন্ত্রাসী তাদের সহযোগিতা করতো।
গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও শরিফ ভান্ডারী, মামুন রাতারাতি ভোল পাল্টে বিএনপির পদতলে চলে যায়।
নেতাকর্মীদের দাবি শরীফ ভান্ডারী,মামুন সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে তারা অপকর্ম করে বেড়াবে।
এ ব্যাপারে বিএনপির জেলা ও থানার শীর্ষ নেতা সহ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন নির্যাতিত ত্যাগী বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী।