বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে নতুন করে স্বাধীনতার সূর্য উদয়ে, ফতুল্লা মুসলিমনগর এলাকাবাসীর পক্ষ থেকে বিগত দিনে সৈরাচার সরকারের প্রতিহিংসার শিকার হয়ে কারা নির্যাতিত দেশের প্রখ্যাত আলেম ওলামাদের গনসংবর্ধনা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা ফতুল্লা মুসলিমনগর বায়তুল আমানশিশু পরিবার মাঠে আয়োজিত গনসংবর্ধনা ও শান্তি সমাবেশে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জৈনপুর দরবার শরীফের পীর আল্লামা ড. এনায়েত উল্লাহ আব্বাসী,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচি শায়খুল হাদিস আল্লামা মামুনুল হল,
বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়রযুগ্ম মহাসচি আল্লামা জুনায়েদ আল হাবিব,
ফতুল্লার গর্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাশেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সহ দেশ বরেন্য ইসলামী চিন্তাবিধ ও এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি সৈরাচার সরকারে পতন হয়েছে, এই সৈরাচার শেখ হাসিনার অত্যাচারের হাত থেকে দেশের মানুষ আজ মুক্ত, এই সৈরাচার সরকার পতন আন্দোলনে যারা রাজ পথে বুকের তাজা রক্ত দিয়ে শহিদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। নতুন করে স্বাধীনতা অর্জনে যারা ত্যাগ শিকার করেছে এ জাতি তাদের কখনো ভুলতে পারবে না, দেশের মানুষ তাদের শ্রদ্ধার সাথে স্মণ করবে,
সৈরাচার শেখ হাসিনা পশ্চিমাদের এজেন্ট বায়স্তবায়নে ইন্ডিয়ার দাদাদের খুশি করার জন্য আলেম সমাজের উপর পরিকল্পিত ভাবে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে।
দেশের সাধারন মানুষ জালেম সরকারের জুলুম থেকে থেকে রক্ষা পায়নি। আল্লাহ জুলুম কারীদের ক্ষমা করেন না, আমরা শেখ হাসিনার বিচারের অপেক্ষায় ছিলাম, মহান আল্লাহ এই অত্যাচারীর সঠিক বিচার করেছে।
এ সময় বক্তারা আরো বলেন, আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, কখনো কারো ক্ষতি করেননি, তাদের যেন কোন ক্ষতি না হয়, তারা যেন আগের চেয়ে আরো বেশি সম্মানের সাথে এলাকায় বসবাস করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
সৈরাচার হাসিনা সরকারের পতন ও দেশবরেণ্য আলেম সমাজের উপস্থিতিতে মুসলিমনগরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছিল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোশারফ হোসেনের সার্বিক তত্তাবধানে সভা পরিচালনা করেন মুফতি রুহুল আমিন ও জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম রেজা।