ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লায় সামাজিক সংগঠন স্মাইল এর পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন প্রকারের মৌসুমী ফল প্রদান করেছে। সোমবার ১২ আগষ্ট সকাল সাড়ে ১১টায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.নুরে আযম মিয়ার কাছে তা হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন স্মাইল এর প্রধান উপদেষ্টা ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মাইনউদ্দীন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম ,ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম.রফিকুল্লাহ রিপন,সাধারন সম্পাদক এ এস মনিকা আক্তার,সিএনএন বাংলা টিভির ষ্টাফ মেহেদী হাসান রাসেল, শুভাকাঙ্ক্ষী শওকত আরা খন্দকার ,রাহাদ চৌধুরী,স্মাইল এর পক্ষে উপস্থিত ছিলেন,চীফ কন্ট্রোলার রোকন চৌধুরী ,সভাপতি ফাহিম চৌধুরী,সহ-সভাপতি সাকিব চৌধুরী,সাধারণ সম্পাদক সিফাত আলম,নারী সম্পাদিকা মহুয়া আক্তার মীম,সহ- নারী সম্পাদিকা মাহবুবা আক্তার,নির্বাহী সদস্য ফারজানা আক্তার মীম,অফিস সেক্রেটারি শামীম আবদুল্লাহ প্রমুখ।
এ সময় সামাজিক সংগঠন স্মাইল এর সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.নুরে আযম মিয়া বলেন,আমি খুশি হয়েছি যে শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। দেশের বর্তমান সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে আধুনিক সমাজ বিনির্মানে।