জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আকবরনগরে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র- জনতার রুহের মাগফেরাত কামনা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ আগষ্ট) দুপুর ২ টায় আকবরনগরে ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রদল নেতা নুরুজ্জামান খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মিলন মেহেদী,সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী,যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান ফকির ,বিএনপি নেতা সালাউদ্দিন মাল, হাজ্বী মোঃ ফুল চাঁন মাদবর,ফতুল্লা থানা মৎস্য জীবি দলের সাবেক সভাপতি রাসেল প্রধান,বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের,সহ সভাপতি মোজাম্মেল প্রধান ,বক্তাবলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইউসুফ মোহাম্মদ,১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহসিন বেপারী, বিএনপি নেতা মোখলেছুর রহমান মোকলেছ,আলী হোসেন বেপারী,আব্দুল করিম,মহিউদ্দিন,ছাত্রদল নেতা নুরুজ্জামান খান,বিএনপি নেতা জয়নাল মন্ডল,নেওয়াজ আলী মন্ডল,দীল মোহাম্মদ, মন্নাফ খান, সালেহ আহম্মেদ,স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ পিন্টু, নজরুল ইসলাম মাষ্টার, আবুল হোসেন,সফর আলী,যুবদল নেতা মকবুল হোসেন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মাদ গিয়াসউদ্দিন।