ক্ষমতার পট পরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার দেশের গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জসহ ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
মুহুর্তের মধ্যে এমন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার খবরে নারায়ণগঞ্জে বইছে আনন্দের হাওয়া। বিশেষ করে নগরীর অসংখ্য অটো রিক্সা চালকদের মধ্যে অনেকেই বলেছেন, “ভাই অটো রারেসল বদলী হইছে ! তার যন্ত্রণায় একজনও অটো রিক্সা চালক নাই যে চান্দা (চাঁদা) দিতে হয় নাই। এসপি রাসেলকে নারায়ণগঞ্জের সকলেই ‘অটো রাসেল’ হিসেবেই চিনেন। নারায়ণগঞ্জের প্রতিটি রাস্তার মোড়ে মোড়েই তার বাহিনী দিয়ে অটো রিক্সা আটক করে চাঁদা নিতো । যার কারণে অতিষ্ঠ ছিলো অটো রিক্সা চালকরা। আর এই অটো রিক্সা (প্রতিটি রিকশা থেকে ১ হাজার হিসেবে চাঁদা আদায় করা হতো) চালকদের কাছ থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেতো এই এসপি রাসেল। আবাার এই এসপি রাসেলের নিয়োজিত নামধারী সাংবাদিকরাও চাঁদাবাজি করতো তাদের নামের কার্ড দিয়ে । প্রতি মাসে একেকটি অটো থেকে দেড় হাজার (১৫০০) টাকা নিতো ওই বিশেষ পেশার নামধারীরা। যার থেকে ৫০০ টাকা নাকি দিতো এসপি রাসেলের ফান্ডে। যার কারণে তাকে সকল অটো চালকরা বলতো অটো রাসেল !’
সংগৃহিত