ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর প্রসন্ননগর এলাকার সমাজসেবক মনসুর আলী পৈত্রিক বাড়ি দখলের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি নেতা সুমন আকবর ওরফে আলী আকবর সুমন।
মনসুর আলী ও তার পুত্র নিমাই জানান, পৈত্রিক সূত্রে মালিক হয়ে দীর্ঘ ৩৫ বছর যাবত উক্ত বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু চিহ্নিত ভূমিদস্যু বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর সম্প্রতি আমাদের বাড়ি দখলের অপচেষ্টা চালাচ্ছে।
এজন্য তিনি জাল দলিল করে বাড়ির মালিক হয়েছেন বলে দাবি করেন। আমরা প্রতিবাদ করলে সুমন আকবর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের পরিবারের উপর নানানভাবে নির্যাতন চালাচ্ছেন। নিমাই আরো বলেন, আমি সিঙ্গাপুরে অবস্থান করায় আমার পিতা – মাতা উক্ত বাড়িতে বসবাস করে থাকেন।
তাদের একা পেয়ে সুমন আকবর বিএনপির প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে হুমকি ধামকি ও নির্যাতন চালিয়ে আসছে।
৫ আগস্ট আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এ সুযোগে কাজে লাগিয়ে সুমন আকবর কয়েক দফা আমাদের বাড়ি দখলের অপচেষ্টা চালায়। প্রতিবাদ করলে নানান ধরনের হুমকি ধামকি দিয়ে থাকেন। এমনকি মিথ্যা মামলা দিয়ে জেল খাটাবেন বলে শাসিয়ে যান।
উক্ত ভূমিদস্যু সুমন আকবরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।