ষ্টাফ রিপোর্টার:
পাগলার মুন্সিবাগ শহীদনগর এলাকায় প্রবাসীর বাড়ির দরজা ভেঙ্গে মালামাল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে মিজান মোল্লাগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী রাশিদা বেগমের ছেলে মো.ফয়সাল সরকার মিজান মোল্লাগংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,উল্লেখিত বিবাদীরা একদল সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক হয়। বিবাদীরা এলাকার মধ্যে আতঙ্ক ছড়াইয়া বিভিন্ন লোকজনের সহিত অযথা ঝগড়া- বিবাদ সৃষ্টি করতঃ মারধর করিয়া বেড়ায়। বিবাদীদের ভয়ে এলাকার মধ্যে লোকজন শান্তিপূর্ণভাবে বসবাস করিতে পারে না। এমতাবস্থায় আমি একজন প্রবাসী হিসেবে গত ৫ আগষ্ট বিকাল ৫ টায় আমি ভারত থাকাকালীন সময় এই সুযোগে মিজান মোল্লা (৪০), পিতা- অজ্ঞাত, ২। মোঃ সজল (৩২), পিতা- মোঃ খলিল, ৩। আসলাম (৩০), পিতা- অজ্ঞাত, ৪। মোঃ রাসেল (২৮), পিতা- অজ্ঞাত, ৫। হৃদয় (২৫), পিতা- হারাদন দাস, ৬। মোঃ সোহেল (৩০), পিতা- মোঃ হোসেন, সর্ব সাং- শহীদনগর, মুন্সিবাগ, কুতুবপুর, সহ আরো অজ্ঞাতনামা ২০/২৫ জনের উল্লেখিত সকল বিবাদীরা আমার উক্ত ঠিকানার বাসায় দরজা ভাঙ্গিয়া অনধিকারভাবে ভিতরে প্রবেশ করিয়া দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া লাঠি-সোটা নিয়া আমার মা, বোন, স্ত্রী, ভাবি সহ বাচ্চাদেরকে এলোপাথারীভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করত। বাসায় থাকা টিভি, ফ্রিজ, আলমারী, সুকেস, ওয়্যাড্রব সহ অন্যান্য মালসামানা ভাংচুর করিয়া ফেলে। অতঃপর বিবাদীরা এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি কিংবা আমার পরিবারের লোকজন যদি বিবাদীদের বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহন করি কিংবা বেশি বাড়াবাড়ি করি, তাহা হইলে বিবাদীরা আমাদের সবাইকে জানে মারিয়া ফেলিবে অন্যথায় যেকোন ধরনের মিথ্যা মামলায় ফাসাইয়া দিয়া হয়রানি করিবে বলিয়া হুমকি প্রদান করে। এমতাবস্থায় উল্লেখিত বিবাদীরা এহেনকর্মকান্ড করিয়া আমাদেরকে দারুনভাবে হয়রানি করিতেছে এবং যেকোন আরো বড় ধরনের ক্ষতিসাধণ করিতে পারে বলিয়া আমার আশঙ্কা হইতেছে বিধায় আমি পরিবারের লোকজন নিয়া দারুনভাবে নিরাপত্তাহীনতায় ভূগতেছি।