ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তাবলী সহ নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ আবুল খায়ের।
ফতুল্লা থানা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের শুভেচ্ছা বার্তায়বলেন, নারায়ণগঞ্জের জনপ্রিয় জননেতা জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে বিএনপি সুশৃংখলভাবে এগিয়ে চলছে। আমি আমার নেতা গিয়াস উদ্দিনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ বাসীকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা।
আবুল খায়ের আরো বলেন,আওয়ামী লীগ ও তার সহযোগী পরাজিত শক্তি এক হয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ কে বিনষ্ট করার অপচেষ্টায় জড়িত রয়েছে। তাই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা কর্মীদের প্রতি আহবান রইলো পরাজিত আওয়ামী লীগ ও তার সহযোগীদের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে সতর্ক থাকতে হবে। কেননা তারা চায় না অন্তবর্তী কালীন সরকার সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করুক।
আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় এসে লুটপাট, গুম, খুন, সাহ নানান অপকর্মে জড়িত থাকবে।
আশা করি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে আগামীতে একটা সুন্দর বাংলাদেশ ঘরে তুলবে বিএনপি।