শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে শ্রী শ্রী বারোয়ারী মন্দিরের প্রতিমা (মূর্তি) ভাংচুরের অভিযোগ উঠেছে। ০১ সেপ্টেম্বর রবিবার সকালে মন্দির কর্তৃপক্ষ এ অভিযোগ তুলেন। এ ঘটনায় শ্রীবরদী থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সাগর রবিদাস বলেন, শনিবার রাতে কে বা কাহারা আমাদের শ্রী শ্রী বারোয়ারী মন্দিরের তালার চেইন কেটে ভিতরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে এবং প্রেট্রোল, কেরোসিন ছিটাইয়া দেয় কিন্তু কোন কারণে হয়তো আগুন দিতে পারে নাই। রিনা রাণী রাজভর রায় বলেন, আমি সকালে কয়েকজন ছেলে মেয়েকে প্রতিমা শুকিয়েছে কিনা? দেখতে বললে তারা এসে দেখে মন্দিরের দরজা খোলা ও প্রতিমা (মূর্তি) ভাংচুর করা। এ সময় আমি সহ আশেপাশের লোকজন এসে মূর্তি ভাচুর ও প্রেট্রোল, কেরোসিন ছিটানো অবস্থায় দেখতে পাই। শ্রী দিরগুন রবিদান বলেন, যে ব্যক্তি মন্দিরে এসে প্রতিমা (মুর্তি) ভাংচুর করেছে তদন্ত সাপেক্ষে তাদের উপযুক্ত বিচার দাবী করছি।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, কাইয়ুম খান সিদ্দিকী বলেন, রাতের বেলায় কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।