রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২আগস্ট ) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলামের
সভাপত্বিতে, বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল,অতিরিক্ত কৃষি অফিসার জোবায়ের হোসেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ।
তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ২৪টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।