ষ্টাফ রিপোর্টার:
নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করছে বিএনপি। এবারের খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে দিয়েছে দলটি।
রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করেন ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ও ৬নং ওয়ার্ড, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল।
পরে সন্ধ্যায় ৬নং ওয়ার্ড কার্যালয়ে ক্ষুদ্র আকারে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে কেক কেটে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন ফতুল্লা থানা তাঁতী দল, ইউনিয়ন ও ওয়ার্ড সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কেক কাটা শেষে সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।
বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন।
এই সময়ে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা বিএনপি ৬ নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম,ফতুল্লা থানা বিএনপি সহ সভাপতি পায়েল, ৬ নং ওয়ার্ড ফতুল্লা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট, ওয়ার্ড সহ সভাপতি শরিফ,ফতুল্লা ইউনিয়ন যুব দল এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম,ইউনিয়ন যুব দল কার্যকরী সদস্য মমিন ইসলাম,৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সাগর।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক শফিকুর রহমান শফিক,আব্দুল জলিল,মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মোহাম্মদ ফারুক সহ বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।