নারায়ণগঞ্জ টানবাজার এলাকায় অবস্থিত পদ্ম সিটি ১ স্পোর্টস ক্লাব এর পক্ষ থেকে দুইশো পরিবারের মাঝে ২০০ প্যাকেট ত্রান সামগ্রী প্যাকেট বিতরন করা হয়।
ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,আলু,পিয়াজ, লবন নাপা, ওরস্যালাইন,ফ্লাজিল পদ্ম সিটি স্পোর্টস ১ ক্লাব মেম্বাররা বলেন স্মরণকালের ভয়াবহ বন্যায় সারা দেশে লাখ লাখ মানুষ আজ পানিবন্দি হয়ে অশেষ দুর্ভোগ পোহাচ্ছে। একমুঠো ত্রাণের আশায় তারা তীব্র আর্তনাদ–আহাজারি করছে। তাই যার যার সাধ্য মোতাবেক দল–মত নির্বিশেষে অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করতে হবে। তিনি বন্যার কবল থেকে বাঁচতে আল্লাহ পাকের সাহায্য কামনা করেন।
তাই আমাদের পদ্ম সিটি স্পোর্টস ক্লাব থেকে এই উদ্যোগ নিয়েছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেনো মানুষ এর পাশে সব সময় থাকতে পারি। এই সময় উপস্থিত ছিলেন বিপুল সাহা, মোহাম্মদ নাদিম আলম, নাফিউুর রাব্বী, সমির সাহা, মোশাররফ হোসেন মোল্লা, শাখাওয়াত হোসেন খান, রিপন সাহা,অমিত সাহা,সুমিত সাহা,আবির, সাব্বির, উৎস, উদয়,মাহিন, সফল, অপু,ফরহাদ, নাদিম, মাহমুদুল ইসলাম সৌরভ