নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিহত মেরাজের বাড়ির লোকদের অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙে মামলার নথিপত্র চুরির ঘটনা ঘটেছে। চোরের দল প্রায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটেনিয়ে গেছে বলে দাবি করেছেন নিহত মেরাজের মা।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে বাড়ির লোকজন ঘরে তালাবদ্ধ করে আত্নীয় বাড়িতে গেলে এ চুরির ঘটনা ঘটে। পরে সকালে বাড়িতে ফিরে নিহত মেরাজের মা ও তার পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। এঘটনায় নিহতের মা বাদী হয়ে বন্দর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নিহতের মা জানান, আমার ছেলে নিহত মেরাজ হত্যা মামলার আসামিরা দুই আগে আমার দুই ছেলের নামে মামলা দিয়ে বাড়ি ছাড়া করে। সেই সুযোগ কাজে লাগিয়ে ঘরের তালা ভেঙে প্রবেশ করে আলমারী ও টেবিলেরর ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও মামলার নথিপত্র লুটেনিয়ে নিয়ে যাওয়া সহ অন্যান্য কাগজপত্র তছনছ করে চলে যান চোরেরা।
সোমবার সকালে এসে দেখতে পায় গেটের তালা ভাঙা ও তাদের ঘরের দরজা খোলা এবং তালা ভেঙ্গে ফেলেছে। তা দেখে চিৎকার দিলে বাড়ীর ও আসপাশের লোকজন চলে আসে। পরে ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় আলমিরা ও শোকেসের তালা ভেঙে সবকিছু তছনছ করে ফেলে রেখেছে। এছাড়াও হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে এসে মামলা তুলে নেয়ার হুমকি প্রদান করে যাচ্ছে বলে অভিযোগ করেন নিহত মেরাজের মা।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মেরাজের পরিবার।