জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবাইল শতদল সমাজকল্যাণ সংঘের আহবায়ক গোলজার হোসেন পারিবারিক ও শারিরীক সমস্যার কারনে উক্ত সংগঠন হতে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) নিজেই সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল বারেক,আব্দুল মোনায়েম,আব্দুল হাই মাদবর,মোঃ ইউসুফ,আবু হানিফ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অব্যাহতি নেন।
গোলজার হোসেন বলেন, কুতুবাইল শতদল সমাজকল্যান সংঘের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম।
আমি উক্ত সংগঠন হতে অব্যাহতি নিলেও মাদক, সন্ত্রাস,চাঁদাবাজি সহ যে কোন অন্যায় কাজের প্রতিবাদ করে আসছি এবং যতদিন বেঁচে থাকি প্রতিবাদ করে যাবো।
৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে নারায়নগঞ্জ জেলা মুজাহিদ কমিটির সাবেক কমান্ডার হিসেবে হিন্দুদের মন্দির রক্ষায়,পুলিশ লাইনের পুলিশ রক্ষায় কাজ করেছে।
গোলজার হোসেন আরো বলেন,যে বা যারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন বহিরাগতরা এসে যদি কোন অপকর্ম করতে চায় তাদের উপযুক্ত জবাব দেয়া হবে।
এলাকার শান্তি শৃংখলার স্বার্থে যা করনীয় তাই করবো।এজন্য প্রশাসনকে আমরা সবধরনের সহযোগিতা করবো।