নারায়ণগঞ্জ বন্দরে শনি পাগলার মাজার থেকে বৃহস্পতিবার গাঁজাসহ এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্র-জনতা। আটককৃতের নাম নাসিমা বেগম (৩৪)।
এ সময় এক কেজি ২শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
বন্দর থানার এসআই ওবায়দুর রহমান জানান, নাসিক ২৭নং ওয়ার্ড বন্দরের ফুলহর এলাকায় শনি পাগলার মাজারের আশপাশে মাদক বিক্রির অভিযোগ করেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে ছাত্ররা একত্রিত হয়ে কৌশলে ওই মাজারে অভিযান চালান। এ সময় মাজারের পাশের দুইটি ঘরে তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ নাসিমা নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন ছাত্র-জনতা।
পরে ধামগড় ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম উদ্ধারকৃত গাঁজা ও ১৬ হাজার ২শ টাকা জব্দ করেন। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে বলে তিনি জানান।
সংগৃহিত