ষ্টাফ রির্পোটার:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় মারাত্বক আহত করার ঘটনায় দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ আছর ডন চেম্বার জামে মসজিদে ১২ নং ওয়ার্ড কৃষক দলের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সভাপতি স্বপন, ১২নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মেদেহী হাসান রানা, ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বরকত উল্লাহ,কৃষক দলের সিনিয়র সহ সভাপতি ১২ নং ওয়ার্ড রিয়াজুল ইসলাম সেলিম,২নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম, ১২নং ওয়ার্ড মহানগর কৃষক দলের সহসভাপতি- জুলহাস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া মাহফিলের আগে বক্তারা বলেন,জননেতা ও কর্মীবান্ধব নেতা টিপু ভাইয়ের উপর যে বা যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের উপযুক্ত বিচার করা হবে।।
কেননা টিপু ভাই আওয়ামী লীগ সরকারের কোন নেতাকর্মীর সাথে আতাত করে রাজনীতি করেনি। যারা হামলা করেছে তারা সেলিম ওসমান, শামীম ওসমান, মেয়র আইভি সহ আওয়ামী লীগের নেতাদের সাথে আতাত করে ব্যবসা-বাণিজ্য সহ নানান সুবিধা নিয়েছে।
ঐ সকল সন্ত্রাসী -সুবিধাবাদীদের দল থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।
পরে আবু আল ইউসুফ খান টিপু দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।