বন্দর প্রতিনিধি// বন্দরের বাগবাড়ি ( মৃধাবাড়ি) হতে ১৫ টাকা ধরে চাল বিতরন শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকাল হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে কার্ড প্রতি ৩০ কেজি করে চাল দেয়া হয়। ডিলার মোঃ রমজান মিয়ার সভাপতিত্বে চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি) উপ পরিদর্শক আকলিমা হায়দার, সাংবাদিক ইমরান মৃধা, আনোয়ার হোসেন, মোঃ শাওন। ১৫ টাকা কেজি ধরে চাল, প্রায় ৪শ’ হত দরিদ্র পরিবারে মাঝে চাল বিতরন হয়েছে।