জাগো নারায়ণগঞ্জ
বিএনপি’র কেন্দ্রীয় কমিটি ঘোষিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদের স্মরণে ও আন্তর্জাতিক গনতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় যোগদান করেছে বিএনপি নেতা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ ই সেপ্টেম্বর) ফতুল্লার কুতুবপুর-নয়া মাটি এলাকা হতে শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন তোফাজ্জল হোসেন।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সহ সভাপতি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে জেলা বিএনপি সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন এর সাথে এক হয়ে ঢাকার জনসভায় যোগদান করেন।
রওনা দেওয়ার আগে নেতাকর্মীদের উদ্দেশ্য তোফাজ্জল হোসেন বলেন,আমরা শান্তি পূর্ন উপায়ে ঢাকার জনসভায় যোগদান করবো।আমাদের নেতা সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন এর নির্দেশ মোতাবেক ঢাকার জনসভা সফল করে তুলবো।