ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার কুতুবপুর রামারবাগ এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা ও পুর্ব শত্রতার জেরে আব্বাসউদ্দিন চুন্নু নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ নেতা আরিফগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী চুন্নু ফতুল্লা মডেল থানায় আরিফগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মৃত.আয়াত আলীর ছেলে আব্বাসউদ্দিন চুন্নু উল্লেখ করেন যে, সে ফতুল্লা থানার স্বেচ্ছায় সেবক দলের আহবায়ক কমিটির সদস্য বিধায়। বিবাদীরা পূর্বে বিভিন্ন সময়ে আমাকে মারধর সহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করিতেছে। এর ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর বিকেল ৪টায় মৃত. মাহতাবউদ্দিন ওরফে মাতা ফকিরের ছেলে যুবলীগ নেতা সন্ত্রাসী আরিফ ও মৃত.দিলু মাদবরের ছেলে আবুলসহ অজ্ঞাতনামা বিবাদীরা রামার বাগ মসজিদের বাজারে আমি অবস্থানকালে উল্লেখিত বিবাদীরা আমার সামনে আসিয়া আমাকে হেয় প্রতিপন্ন করিয়া বিভিন্ন উস্কানি মূলক কথা বলিতে থাকে। এ বিষয়ে আমি প্রতিবাদ করায় উল্লেখিত বিবাদীরা আমার সাথে কথাকাটাকাটি শুরু করে। একপর্যায়ে ১নং বিবাদী একটি ধারালো রাম দা দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ দিলে আমার বাম হাত দিয়া ঠেকানোর চেষ্টা করি। এতে আমার বাম হাতে কনুইতে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। ২. ৩. ৪নং বিবাদীরা তাহাদের হাতে থাকা লোহার রড, পাইপ সহ বিভিন্ন লাঠি সোঠা দিয়ে এলোপাথারীভাবে আঘাত করে এবং অজ্ঞাতনামা বিবাদীরা আমাকে এলোপাথারীভাবে কিল, ঘুষি ও লাথি মারিয়া আমার মাথা শরীরের বিভিন্ন স্থানে স্থানে মারাত্মক নীলাফোলা জখম করে। আমার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসিলে বিবাদীরা আমাকে বিভিন্ন প্রকার ভয়- ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে আমি ৩শ শয্যা বিশিষ্ট খানপুর সরকারি হাসপাতালে গিয়া চিকিৎসা গ্রহণ কওে বাসায় বিশ্রামে রয়েছি।