জাগো নারায়ণগঞ্জ
আদমজী সরকারী এমডব্লিউডি কলেজের সাবেক অধ্যক্ষ ও সরকারী তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মোঃ আলাউদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
রবিবার (২২ সেপ্টেম্বর)রাত সাড়ে ১১ টায় সময় বার্ধক্যজনিত কারণে ইসদাইরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, নাতি- নাতনী,আত্নীয়- স্বজন, বন্ধু- বান্ধব সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তার বড় ছেলে জিলানী চৌধুরী একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত
রয়েছেন। বড় মেয়ে নিক্সন চৌধুরী সরকারি তোলারাম কলেজের ইংরেজি বিভাগে অধ্যাপনা করছেন।
আর এক ছেলে ও এক মেয়ে আমেরিকা প্রবাসী।
সোমবার বাদ জোহর ইসদাইর জামে মসজিদে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অধ্যাপক আলাউদ্দিন চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বড় পুত্র মোহাম্মদ জিলানীর চৌধুরী মরহুম আলাউদ্দিন চৌধুরী আত্মার মাগফিরাত কামনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।