রাশেদুল ইসলাম রনি :
নিম্নমানের বৈদ্যুতিক মালামাল সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবল সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির প্রতিবাদে এবং গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার করে চাকরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে স্থায়ী করার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশের ন্যায় বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন জামলাপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম অপারেশন এন্ড ম্যান্টেন্যান্স সাধন কুমার মন্ডল, মো.গাউসুল আজম ও সরিষাবাড়ি জোনাল অফিসের ডিজিএম মো.দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নি¤œমানের মালামাল ক্রয় ও সরবরাহ করে থাকেন। প্রয়োজনীয় মালামাল ও জনবলের সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করা হয়। সেই সাথে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে দ্বৈতনীতি পরিহার করে বিআরইবি-পিবিএস এক করাসহ অভিন্ন চাকরী বিধি প্রনয়ণ করাসহ সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরী নিয়মিত করার দাবি জানিয়েছেন বক্তরা। দ্রæত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তরা।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।