ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবআইলে ভূমিদস্যু করিমগং গরীব ও নিরীহ মাসুমের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে মোঃ সুবেদ আলীর পুত্র মোঃ মাসুম ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ পত্র দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, মোঃ মাসুম, পিতা- মোঃ সুবেদ আলী, সাং কুতুব আইল ব্যাংকের মোড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ উক্ত এলাকার একজন স্থায়ী বাসিন্দা। আমার বসত বাড়িতে কুখ্যাত ভূমি দস্যু করিম ও তার সহযোগী, জনি, সাইফুল (দুই পুত্র) এবং তার স্ত্রী আমাদের বাড়িতে এসে আমাকে এবং আমার কন্যাকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে আমাদের হুমকি প্রদান করে যে, বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যেতে বলে। যদি না যাই তাহলে আমাদেরকে হত্যা করার হুমকি দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করা হয়েছে। এস.আই আঃ রহিমকে দায়িত্ব দেওয়া হয়। যার মোবাইল নম্বরে যোগাযোগ করার পরও ঘটনাস্থলে আসেননি। গত ৩০/০৯/২০২৪ ইং তারিখ ভূমিদুস্য করিমের পক্ষ নিয়ে আমাকে বাড়ির সামনে অকথ্যভাবে গালাগালি করে এবং মারধরের ও মামলা করার ভয় দেখায়। এমতাবস্থায় আমার পরিবারের সবাই নিরাপত্তা হীনতায় আছি। উল্লেখ থাকে যে, আমি একজন দিন মজুরি এবং আমার বাবা অত্যন্ত বৃদ্ধলোক আমরা খুবই অসহায়।
মহোদয়ের নিকট আমার আকুল নিবেদন তিনি যেন আমার উপরে উল্লেখিত অভিযোগের আলোকে ব্যবস্থা গ্রহণ করে সুবিচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।