ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট এর্টনি জেনারেল এডভোকেট আল আমিন সিদ্দিকী বলেছেন, প্রবীনরা ঘাম ঝড়ানো পরিশ্রম করে আজকে আমাদের সভ্যতার মধ্যে নিয়ে আসছে। প্রবীনদের মর্যাদা ও নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে হবে। প্রবীনদের সেবা করতে এ সংগঠন যে কাজ করবে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রবীণদের গুরুত্ব আমাদের চেতনার মধ্যে রাখতে। প্রবীনদের কাজে তরুন এবং কিশোরদের রেখে প্রবীনদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে।
আন্তর্জাতিক প্রবীন দিবস -২৪ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮ ঘটিকায় শহরের আমলাপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে ৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠনের উপদেষ্টা মনিরুল ইসলাম সেন্টু, উপদেষ্টা মোহাম্মদ রফিক আহমদ, উপদেষ্টা মনসুর উদ্দিন পলিন, সংস্থার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক এ, এম, মুরাদ হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহিন, অর্থ সম্পাদক মতিউর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সানি, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কাউসার, কার্যকরী সদস্য শাহনাজ আক্তার, চর গড়কূল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নাজির হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আক্তারুজ্জামান বলেন, প্রবীনরা পরিবার থেকে আগে সামাজিক মর্যাদা পায় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। আমরা সংগঠনের মাধ্যমে শুধু প্রবীণ নয় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় সামাজিক কাজ করে যাবো।