নারায়ণগঞ্জ বন্দরে পৃথক দুই স্থান থেকে এক শিশু ও এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ধামগড় এলাকায় মান্নাফ মিয়ার বাড়ি থেকে ভাড়াটিয়া হুমায়রা জান্নাত রাইসা ( ৯) ও বিকালে মদনপুর-মদনগঞ্জ সড়কের হান্ডুর ব্রিজ নিচ থেকে অজ্ঞাত নামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানান, মদনপুর- মদনগঞ্জ সড়কের ফরাজীকান্দা এলাকায় হান্ডুর ব্রিজের নিচে রেলওয়ের ডোবায় এক নারীর ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়।এদিকে উপজেলার ধামগড় এলাকায় মান্নাফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলী হোসেন মিয়ার মেয়ে হুমায়রা জান্নাত রাইসা(৯) নামে এক শিশু বারান্দার গ্রীলের সঙ্গে গলায় ওড়না প্যাচানো অবস্থায় লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পৃথক দুইটি ঘটনায় পৃথক দুই মামলা দায়ের করা হয়েছে।