রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় উপজলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তালেব তোতা, সাবেক উপজেলা আওয়ামী লীগ সদস্য মনিরজ্জামান সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন আলতাফ হোসেন, দেলোয়ার হোসেন লুলু, নুর আমিন। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময় আন্দোলনকারীদের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর, লুটপাটসহ নাশকতার ঘটনা ঘটানোর মামলা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।