ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনকে প্রধান উপদেষ্টা করে বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরামের ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
নির্বাচিত অপর দুই উপদেষ্টা হলেন,লিয়াকত প্রধান ও আবুল কাশেম।
বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ ফয়সাল আহামেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরুজ্জামান শাওন ও সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন সাগর বলেন, উল্লেখিত উপদেষ্টারা আমাদের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা করে উক্ত কমিটিকে এগিয়ে নিতে কাজ করে যাবেন।
আমরা তাদের সুচিন্তিত পরামর্শ কে আদর্শ বুকে ধারণ করে জাতীয়তাবাদী আন্দোলনের সকল কর্মকান্ডে নিজেদেরকে জড়িয়ে রাখবো।
তারা আশা প্রকাশ করে বলেন,স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর যে অন্তবর্তী কালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা অতি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে বলে মনে করি।