ষ্টাফ রিপোর্টার:
ষ্ট্যান্ড সংক্রান্ত সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি ষ্ট্যান্ড মালিক সমিতির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৬ অক্টোবার ) দুপুর ১২টায় উক্তর চাষাড়া মাইক্রোবাস ও ট্যাক্সিষ্ট্যান্ডে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি ষ্ট্যান্ড মালিক সমিতির সভাপতি মো.মনির হোসেনের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন,মালিক সমিতির উপদেষ্টা মো.মেজবাহউদ্দিন মোল্লা,হাজি মো.জাহিদ আহমেদ,সাধারন সম্পাদক আবুল হোসেন রিংকু এবং যুগ্ম সম্পাদক মো.সামসুজ্জামান রকি,শ্রমিক কমিটির সভাপতি মো.হারুন মিয়া,সাধারন সম্পাদক মজিবর রহমানসহ মালিক ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
যৌথ সভায় বক্তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের উন্নয়নের জন্য আমাদের এ ট্যাক্সিষ্ট্যান্ডটি ভেঙ্গে অনেকটাই সরু হয়ে পড়ে। যার ফলে আমাদেরকে আমাদের গাড়ীগুলো রাস্তার উপরও রাখতে হচ্ছে। আমাদের এখানে আড়াইশত মালিকের ৫ শতাধিক শ্রমিক রয়েছে। আর এখানে প্রায় ১০ হাজার লোকের রিজিকের ব্যবস্থা হয়ে থাকে। কিন্তু প্রায় ২ বছর বছর যাবত রাস্তার সংস্কারের জন্য আমাদের ষ্ট্যান্ড ভেঙ্গে ছোট আকৃতির হয়ে পড়ার ফলে আমাদেরকে গাড়ীগুলো রাখার স্থান সংকুলান হয়ে পড়ে। যার ফলে আমাদেরকে অনেকটা সমস্যায় পড়তে হয়েছে। আমরা নারায়ণগঞ্জে আমাদের অভিভাবক জেলা প্রশাসক স্যারকে অনুরোধ করে বলবো আমাদের পুনরায় পুর্নবাসনের ব্যবস্থা করুন এবং আমাদের মালিক-শ্রমিক এবং তাদের পরিবারের প্রতিটি সদস্যদের প্রতি সদয় হবেন। এছাড়াও নগরীর চাষাড়া,ডিআইটি ও নিতাইগঞ্জের মত গুরুত্বপুর্ন স্থানে অবৈধভাবে ট্যাক্সিষ্টান্ড গড়ে তুলে পুরো নগরী জুড়েই যানজটের মাত্রা আরো দ্বিগুন করে তুলেছে। আমরা চাই অতিদ্রুত নগরীর আশপাশে গড়ে উঠা অবৈধষ্ট্যান্ডগুলো সরিয়ে দেয়া হোক।
তারা জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করে বলেন,আমাদের মালিক-শ্রমিক এবং তাদের পরিবারের প্রায় ১০ হাজার লোকের কথা বিবেচনা করে আমাদেরকে পুর্নবহালের ব্যবস্থা করুন। যদি তাই না হয় তাহলে আমাদের সকলকে পথে বসতে হবে।