ডাকাতির প্রস্তুতিকালে আড়াইহাজারে সেনাবাহিনীর টহল টিম একদল ডাকাত কে ধাওয়া করে থানা থেকে লুট হওয়া পিস্তল, ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
রোববার (৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে জালাকান্দি কবরস্থানের এলাকায় সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি পরিত্যক্ত বাড়ির মধ্য দিয়ে কয়েকজনকে পালিয়ে যেতে দেখে সেনাবাহিনীর টিমের সন্দেহ সৃষ্টি হয়। পরে ওই বাড়িতে অনুসন্ধান চালিয়ে তাদের ধাওয়া করলে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, মাদকদ্রব্য এবং ডাকাতির জন্য ব্যবহৃত ফাঁদ ও লাঠি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
থানার ওসি আরও জানান, সুযোগ সন্ধানী দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। ওইদিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় ও আক্রমণ চালিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে। উদ্ধারকৃত অস্ত্রটি লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
লুন্ঠিত অন্যান্য অস্ত্র ও অপরাধী গ্রেফতার করতে পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে বলে জানান এনায়েত হোসেন।