ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর জেলা পরিষদ সংলগ্ন জাহিদ হোসেনের জমির দেয়াল ভেঙ্গে ফেলেছে অজ্ঞাতনামা ভূমিদস্যগণ।
এ ব্যাপারে জমির মালিক মোহাম্মদ জাবাল হোসেনের পুত্র জাহিদ হোসেন ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি গণমাধ্যম কর্মীদের বলেন,ফতুল্লা মডেল থানাধীন -ইসদাইর অপেরা হাউজের পাশে ক্যামব্রিয়ান স্কুলের দক্ষিনে আমার একটি জমি রয়েছে। সেই জমিতে গত ০৬/১০/২০২৪ইং তারিখে আনুমানিক রাত্র ৩:০০ ঘটিকার আগে বা পরে আমার ক্রয়কৃত উল্লেখিত ঠিকানার জায়গায় গভীর রাতে কে বা কাহারা জোর পূর্বক প্রবেশ করে আমার জমির সাইনবোর্ড, বাউন্ডারী ওয়াল, টিনসেড ঘর ভাংচুর করে। সেখানে আমার নিরাপত্তাকর্মীকে মুখে গামছা দিয়ে বেঁধে রেখে দুর্বৃত্তরা আমার উল্লেখিত ঠিকানায় হামলা চালায়। পরবর্তীতে নিরাপত্তা রক্ষির মাধ্যমে জানতে পারলাম যে, কিছু দুর্বৃত্ত মুখ ঢেকে আমার উল্লেখিত ঠিকানায় আসিয়া আমার নিরাপত্তা প্রহরীকে হাত-পা বেঁধে আমার উত্তর-দক্ষিন দিকের বাউন্ডারী ওয়ালটি সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেয়। পরবর্তীতে আমি সংবাদ পাইয়া সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাই। উপরোক্ত বিষয়ের আলোকে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন জাহিদ হোসেন।