জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী হতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যার মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২ এসআই কাজী আব্দুল লতিফ এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে উত্তর নরসিংপুর এলাকা হতে জনিকে আটক করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসে।
জনি আওয়ামী লীগের শাসনামলে বক্তাবলীতে নানান অপকর্ম করে বেড়াতো।
এ ব্যাপারে জানতে এসআই আব্দুল লতিফ মুঠোফোনে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় জনিকে আটক করা হয়েছে।
আটক জনি পূর্ব গোপালনগর এলাকার মৃত সানালের পুত্র।