এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। শুক্রবার (১১অক্টোবর) রাতে খামারিয়া পাড়া দাসবাড়ি পূজামণ্ডপ, শ্রীবরদী মধ্য বাজার বারোয়ারী পূজামণ্ডপ, শ্রী শ্রী সাহাবাড়ি দূর্গা মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান পূজামণ্ডপের আয়োজক কমিটি ও অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, পূজায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নির্বিঘ্নে পূজার উৎসব আয়োজনে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
এসময় যুগ্মসচিব তন্ময় দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মিজ পায়রা চৌধুরী, সহকারী কমিশনার মো. আবু আব্দুল্লাহ সহ পূজা মন্ডপের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।