রাশেদুল ইসলাম রনি:
“আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) আসমা -উল – হুসনা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বুলবুল হোসেন,ফায়ার সার্ভিসের লিডার হাসান আলী, সাংবাদিক জিএম বাবু,রাশেদুল ইসলাম প্রমুখ।