জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু,জাল দলিল চক্রের হোতা আব্দুল হামিদ ওরফে পাগলা হামিদকে গ্রেফতার করেছে ফতুলা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পাগলা হামিদকে গ্রেফতার করে। আর পাগলা হামিদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এলাকাবাসী ও ভূক্তভোগী সুত্রে জানা যায়, পাগলা হামিদ সাবেক সংসদ সদস্য কবররী আমল থেকে শামীম ওসমান, আজমেরী ওসমানের দোসর হিসেবে কাজ করতো পাগলা হামিদ।
চাঁদাবাজি, সন্ত্রাসী, জালদলিল তৈরি করে নিরীহ মানুষের জমি দখল করে নিতো আর অল্প সময়ে বিপুল ধন সম্পদের মালিকসহ নগদ টাকার মালিক বনে যায় পাগলা হামিদ।
পাগলা হামিদের বিরুদ্ধে চাঁদনী হাউজিং এলাকায় বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়া,জমি ও বাড়ি কেনাবেচায় নিদিষ্ট হারে চাঁদা আদায়,দেহ ব্যবসা পরিচালনায় সহযোগিতা করা,আজমেরী ওসমানের অবৈধ অস্ত্র সংরক্ষণ করা সহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
এছাড়াও বিচার- শালিশীর নামে বিচার প্রার্থীদের হয়রানির অভিযোগ রয়েছে।
তার অত্যাচারে চাঁদনী হাউজের এলাকার বিভিন্ন বাড়ির মালিকরা অসহায় হয়ে পড়েছিল। পাগলা হামিদের দাবিকৃত চাঁদা দিতে তারা বাধ্য হতো।নইলে নেমে আসতো অমানসিক নির্যাতন।
অবশেষে নারায়ণগঞ্জের যুবরাজ বলে খ্যাত আজমির ওসমানের সহযোগী হিসেবে কাজ করতো। নিরীহ ব্যবসায়ী ও জমির মালিকদের আটক করে আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে টর্চার করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া ছিল পাগলা হামিদের কাজ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একাধিক হত্যা সহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে।
অবশেষে নারায়নগঞ্জের অপরাধ জগতের ডন বলে খ্যাত আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে (৪৮)গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত হামিদ প্রধান ফতুল্লার মুসলিমনগরস্থ চাঁদনী হাউজিংয়ের গফুর প্রধানের ছেলে।
,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান,এসআই ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত নয়টার দিকে ফতুল্লা মুসলিমনগরস্থ চাঁদনী হাউজিংয়ের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পাগলা হামিদের গ্রেফতারের সংবাদে চাঁদনী হাউজিং এলাকা সহ আশপাশের মানুষ সন্তোষ প্রকাশ করেন।দ্রুত যেন জামিনে বের হয়ে আসতে না পারে সে ব্যবস্থা গ্রহন করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান সচেতন মহল।