ষ্টাফ রিপোর্টার:
সন্ত্রাস,নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে বক্তাবলিতে বিএনপির বিশাল জনসভায় সাবেক এমপি গিয়াস উদ্দিনের আগমন উপলক্ষে জেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হৃদয়ের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান।
১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় বক্তাবলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত জনসভায় যোগ দেন তিনি।
এর আগে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন এর আগমন উপলক্ষে বক্তাবলির রাধানগর থেকে কয়েক শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হৃদয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয় এবং তা বক্তাবলি ফেরীঘাট সংলগ্ন জনসভায় যোগদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি নুর মো.নুরু,ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো.আলী আজগর, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো.আবদুল আলী, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মো.সেলিম সারোয়ার,মোতালিব গাজী,মো.মিজানুর রহমান ও মো.মজিবর বেপারী প্রমুখ।