ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সিরাজ মিয়া কে প্রকাশ্যে বিসমিল্লাহ মার্কেট এলাকায় মারধর করেছিল যুবলীগ নেতা মোঃ শাহেল গংরা।
এ ব্যাপারে বিএনপি নেতা সিরাজ মিয়া জাগো নারায়নগঞ্জ২৪.কমকে বলেন,গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে আমার ও আমার পরিবারের উপর নির্মম নির্যাতন চালিয়েছে তৎকালীন জেলা পরিষদের সদস্য, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন আনজত আলীর পুত্র মোঃ শাহেল ও তার সহযোগিরা।
তিন বছর নিজের বাড়িতে থাকতে পারেনি।স্ত্রী সন্তানদের ফেলে পালিয়ে বেড়াতে হয়েছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পরে জাহাঙ্গীর হোসেন ও শাহেলগং আমাকে প্রকাশ্যে মারধর করে রক্তাক্ত যখন করেছিল।
এমনকি হুমকি দিয়ে বলেছিল যদি এলাকায় থাকি তাহলে টুকরো টুকরো করে তার মাংস মাগুর মাছকে খাওয়াবে।
তা সত্ত্বেও তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, ও জিয়ার আদর্শ ও নীতি কে বুকে ধারণ করে নানান ধরনের হুমকি উপেক্ষা করে বিএনপির সকল কর্মসূচিতে স্বশরীরে উপস্থিতি থেকে সফল করে তুলেছি।
সিরাজ মিয়া আরো বলেন, আমার স্ত্রীর বর্তমান অসুস্থ। বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম আমার স্ত্রীর সহযোগিতায় এগিয়ে এসেছেন আমি তাদের সহযোগিতা পেয়ে ধন্য মনে করছি। আমাকে যারা সহযোগিতা করেছে তাদের সকলের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করছি।
ফতুল্লা থানা, জেলা বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, দয়া করে যারা আওয়ামী লীগের ক্ষমতাশীল থাকার সময় বিএনপি নেতা কর্মীদের হামলা মামলা করে বাড়িছাড়া করেছিল তাদেরকে কোন মতে বিএনপিতে আশ্রয় দেবেন না।