সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে আড়াইহাজারে হাইজাদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহকে (২৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে আড়াইহাজার থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে নারান্দী উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করেন সেনাবাহিনীর একটি টিম।
গ্রেপ্তারকৃত শহিদুল্লাহ হাইজাদী ইউনিয়নের নারান্দী উত্তরপাড়া গ্রামের আমিনের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, শহিদুল্লাহর বিরুদ্ধে এলাকায় সবরকম সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর একটি টিম। তাকে শুক্রবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।