ষ্টাফ রির্পোটার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মৃর্তিমান আতঙ্ক, চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী ও দখলবাজ একাধিক হত্যা মামলার আসামি আব্দুর রশিদ ওরফে রশিদ মেম্বারকে আটক করেছে র্যাব।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার চেষ্টা সহ একটি নাশকতা মামলার আসামি রশিদ মেম্বার (৫০)কে চট্টগ্রাম থেকে আটক করে র্যাব। সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুন্ড থানার ফৌজদারহাট বাইপাস মোড় এলাকায় র্যাব-১১ ও র্যাব-৭ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে তাকে ফতুল্লা মডেল থানা পুলিশ আদালতে প্রেরন করে। আটককৃত রশিদ মেম্বার হলেন ফতুল্লা বক্তাবলী গোপালনগর এলাকার আজগর আলীর ছেলে।
রশিদ মেম্বার আটকের খবরে তীব্র সন্তোষ প্রকাশ করেছেন সচেতন এলাকাবাসী।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা রশিদ মেম্বার ৫ ই আগস্ট এর পর হতে নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে দখল বাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি সহ নানান ধরনের অপকর্ম করে বেড়াচ্ছিল।
রশিদ মেম্বার এর বিরুদ্ধে চর বক্তাবলীর জাকির হোসেন হত্যা মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানো কালীন গুলি করে হত্যার ঘটনায় পাঁচ থেকে সাতটি মামলা সহ ডিসি অফিস,এসপি ও সেনাবাহিনীর কাছে বিভিন্ন অভিযোগ রয়েছে। একবার জনতা রশিদ মেম্বার কে গনপিটুনী দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে সোর্পদ করলেও রহস্যজনকভাবে রশিদ মেম্বারকে ছেড়ে দিয়েছিল পুলিশ।
অপরদিকে এলাকায় প্রচারণা রয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ রশিদ মেম্বারের নিকট হতে মোটা অংকের টাকা নিয়ে একাধিক হত্যা মামলার আসামি রশিদ মেম্বারকে ছেড়ে দিয়েছিল।
জানা যায়, শনিবার ৫ অক্টোবর বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন মেসাস কনকড তেলের পাম্পে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে রশিদ মেম্বার ও তার বাহিনী। টাকা দিতে অস্বীকার করায় কনকর্ড তেলের পাম্পের মালিক বাদল সহ তার সহযোগীদের উপর হামলা চালায়।
এ খবর বক্তাবলীতে পৌঁছলে উত্তর এবং দক্ষিণপাড়া হতে শত শত লোক জড়ো হয়ে রশিদ মেম্বার বাহিনীকে ধাওয়া করে।
এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে জনতা চাঁদাবাজ রশিদ মেম্বারকে গণধোলাই দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে।
অপরদিকে ফতুল্লা মডেল থানা পুলিশ রশিদ মেম্বারের নিকট হতে মোটা অংকের টাকা নিয়ে রাতে ছেড়ে দেয় বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশ অনিচ্ছুক এলাকাবাসী জানান, ৫ আগস্ট এর পর রশিদ মেম্বার বিএনপি নেতা পরিচয় দিয়ে শওকত আলী চেয়ারম্যানের ড্রেজার ও বালু ব্যবসা,ব্যবসায়ী সাইদুর রহমানের মাছের খামার,সাজনের মার্কেট ও মাছের ঘের, ব্যবসায়ী আনোয়ার আলীর বৈধ ফেরিঘাট দখলসহ বিভিন্ন লোকের ব্যবসা প্রতিষ্ঠান, জমি জমা, বাড়ির ঘর দখল করে নেয়।
এতে করে রশিদ মেম্বারের এর উপর এলাকাবাসীর চরম ক্ষোভ বিরাজ করছিল।
সোমবার রশিদ মেম্বারকে র্যাব কর্তৃক আটকের খবরে অনেকে মিষ্টি বিতরণ করেছেন। রশিদ মেম্বারকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন,মঙ্গলবার দুপুরে রশিদ মেম্বার কে আদালতে প্রেরন করে ফতুল্লা মডেল থানা পুলিশ।