জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে যুবদল নেতা আবুল খায়ের, হালিম আজাদের উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বক্তাবলী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ,৩ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মোজাম্মেল প্রধান,সালেহ আহম্মেদ, নবী হোসেন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় আবুল খায়ের ও হালিম আজাদ সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার মহান ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দিনে যুবদলের প্রচেষ্টা করেছিলেন।
গত ৪৬ বছরে যুবদল রাস্ট্রের যেকোনো সংকটময় মুহূর্তে মানুষের কল্যাণে এগিয়ে আসছে। পতিত স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ ও শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে তাদের পদত্যাগ করতে বাধ্য করেছে।
এমনকি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আগামীতেও যুবদল রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সবসময় এগিয়ে যাবে।