লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।
জামালপুরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতি দমন কমিশন-দুদকের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি কার্যালয়ে এই অভিযান পরিচালিত হয়।
দুদক জামালপুরের উপ সহকারী পরিচালক মো: জিহাদুল ইসলাম ও আতাউর রহমান অভিযানে নেতৃত্ব দেন। জাইকার অর্থায়নে জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলার খাল পুন:খননের তিনটি প্রকল্পে পাঁচ কোটি টাকার ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। প্রকল্পগুলো হলো- জামালপুর সদর উপজেলার শাহবাজপুর বংশ খালের ৫ দশমিক ৪০ কিলোমিটার, নান্দিনা-শ্রীপুর-ভালুকায় ৪টি খালের ২৪ কিলোমিটার ও সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া-শুয়াকৈর খালের ৩ দশমিক ৮ কিলোমিটার খাল পুন:খনন।
দুদক জামালপুরের উপ সহকারী পরিচালক মো: জিহাদুল ইসলাম জানান, তিনটি প্রকল্পে মোট বাজেট ছিল প্রায় পাঁচ কোটি টাকা। আমরা খাল পুন:খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে এসেছি। এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হয়েছে। বিস্তারিত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। নির্বাহী প্রকৌশলীকে বিস্তারিত তথ্য-উপাত্ত সরবরাহ করতে অনুরোধ করা হয়েছে। তথ্য উপাত্ত ও মাঠ পর্যায়ে পরিদর্শন করে যাচাই-বাছাই শেষে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, দুদক টিম প্রকল্প এলাকা পরিদর্শন করবে। আমরা কাজের গুণগত মান বজায় রাখতে সোচ্চার আছি। তাদের নির্দেশনা মোতাবেক কাজটি শেষ করব।