মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় সগির হোসেন (৩৪) নামের এক ব্যক্তির পায়ে পিস্তল দিয়ে গুলি করেছে চিহ্নিত মাদক বিক্রেতা সন্ত্রাসী জাকির হোসেন (৪৫)। স্থানীয়রা জাকিরকে ধরে গণধোলাই দিয়ে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ পুলিশের কাছে সোপর্দ করেছে।
সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মাদক বিক্রেতা জাকির উপজেলার বড়পাড়া এলাকায় ময়েজ উদ্দিনের ছেলে। সে এলাকায় একজন চিহ্নিত মাদক বিক্রেতা এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পঁচা কোরালিয়া ইউনিয়নের চিহ্নিত মাদক বিক্রেতা জাকির হোসেন এলাকায় বিভিন্ন সময় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। সোমবার সকালে জাকির বড় পাড়া এলকায় বসে মাদক বিক্রি করছিল। এসময় সগির জাকিরকে মাদক বিকক্রিতে বাঁধা দেয়। এসময় মাদক বিক্রেতা জাকির প্রথমে তাকে অশালীন ভাষায় গালাগাল করে। গালাগালের একপর্যায়ে মাদক বিক্রেতা জাকির তার সাথে থাকা “নাইন এমএম একটি পিস্তল” দিয়ে সগিরের পায়ে গুলি করে। এসময় সগিরের মাটিতে লুটিয়ে পরে ডাক চিৎকার শুরু করে। স্থানীয়রা তার ডাক চিৎকার শুনে দৌড়ে এসে ধাওয়া করে জাকিরকে ১টি পিস্তল এবং ৭ রআউন্ড গুলিসহ আটক করে গণধোলাই দিয়ে তালতলী থানার পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি তদন্ত) মো. ইমরান আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে একটি “নাইন এমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ চিহ্নিত মাদক বিক্রেতা জাকিরকে আটক করি। আহত ছগিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আরো অস্ত্র থাকার সন্দেহে যৌথ বাহিনী জাকিরের বাড়িতে অভিযান চালিয়ে একটি ধারালো রামদা উদ্ধার করে।
তিনি আরো বলেন, জাকির এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।