রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নতুন আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালু ও ইসিজি রুম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আল্ট্রাসনোগ্রাফি মেশিন চালু ও ইসিজি রুমের ফিতা কেটে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। উপজেলা প্রশাসন ও এলজিইডির অর্থায়নে এই মেশিনটি ক্রয় করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. আসমা লাবনী, মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম, সহকারী সার্জন (ডেন্টাল) ডা. নুজহাত আফরিন,এলজিইডির উপসহকারী প্রকৌশলী সুজন চক্রবর্তী, হাসপাতালের পরিসংখ্যানবিদ আব্বাস আলী, সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আল্ট্রাসনোগ্রাফি মেশিন ও ইসিজি রুম চালুর মাধ্যমে রোগীরা সহজেই সেবা নিতে পারবেন।