রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসককে লাঞ্চিত ও মারধোরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসক, নার্স ও স্টাফরা এই কর্মসূচি পালন করে। দুপুরে হাসপাতাল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আজিজুল হক ও বিএসসি মেডিক্যাল ট্যাকনোলজিস্ট ল্যাবের সাইফুল ইসলাম।
এসময় বক্তরা বলেন, সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলামের নেতৃত্বে চিকিৎসকের উপর হামলা হয়। হামলার ঘটনায় মুল অভিযুক্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা ।
তিনি আরো বলেন, দ্রুত গ্রেপ্তার না করে হলে রাজপথে নামবেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। উল্লেখ্য গত সোমবার ২৮অক্টোবর সন্ধ্যায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আরএমও) ডা: আছমা লাবনীকে লাঞ্ছিত ও মারধর করা হয়।