মোঃ শাহীন আলম:
আসন্ন জাতীয় বাজেট ২০২৫-২০২৬ উপলক্ষে শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(২০ মে) মঙ্গলবার, সকাল ১০ টায়, জাতীয় প্রেস ক্লাব, (তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে)বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে ও সঞ্চালনায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুলতান উদ্দিন আহমেদ চেয়ারম্যান- শ্রম সংস্কার কমিশন,মোহাম্মদ হাতেম- সভাপতি, বিকেএমইএ,ড.গোলাম মোয়াজ্জেম-গবেষণা পরিচালক- সি.পি.ডি,কাজী আজিজুল ইসলাম-সিনিয়র বিজনেস এডিটর-৭১ টিভি,মো: তৌহিদুর রহমান-সভাপতি-ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল,এড. শারমিন সুলতানা মৌসুমি- ভাইস প্রেসিডেন্ট-ঢাকা লেবার কোর্ট বার এসোসিয়েশন, জলি তালুকদার- সহ সভাপতি- গার্মেন্টস শ্রমিক টিইউসি,এ.এ.এম ফয়েজুর রহমান-সাধারন সম্পাদক-বাংলাদেশ শ্রমিক ফেডারেশন,মাজহারুল ইসলাম-সমন্বয়কারী- এনসিপি শ্রমিক উইং,মো: আব্দুর রহমান-সভাপতি- বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ,জসিম উদ্দিন-সাধারন সম্পাদক- বাংলাদেশ মটরযান মেকানিক ফেডারেশন,হালিম তালুকদার- সাধারন সম্পাদক ঢাকা রাইড-শেয়ারিং ড্রাইভারস্ ইউনিয়ন (ডিআরডিইউ),ইকবাল হোসেন বাবু- সাধারন সম্পাদক- আউট সোর্সিং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ,কে.এম মিন্টু- আইন বিষয়ক সম্পাদক- বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক টিইউসি,রাজু আহমেদ, সাধারন সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,শহিদুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক- গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম,শবনম হাফিজ, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন,মাহমুদ হোসেন- সাধারন সম্পাদক- নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য জোট প্রমুখ।